ফোন চুরি ঠেকাতে ফাইন্ড মাই সেটিং অন রাখলে চুরি হওয়া ফোনের বিষয়ে নজরদারি করা যেতে পারে। স্মার্টফোন চুরি করার পরে চোরের প্রথম কাজ হলো ফোনটির সুইচ অফ করা। যখনই ফোনটি সুইচ অফ হয়ে যায় ঠিক তখনই আর ট্র্যাক করা যায় না। তবে ফোনের তিনটি সেটিংস যদি অন করে রাখা যায় সে ক্ষেত্রে ফোন চুরির পরে সুইচ অফ হলেও অতি সহজের ট্র্যাক করা যায়। সর্বপ্রথম ফোনের সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যেতে হবে। তারপর মোর সিকিউরিটি ও প্রাইভেসিতে যেতে হবে। তারপর রিকয়্যার পাসওয়ার্ড টু অফ অপশন অন করতে হবে। এই সেটিংস অন করার পরে চোর চাইলেও এই অপশন অফ করতে পারবে না।
কেননা ফোন অফ করতে গেলে পাসওয়ার্ড দেওয়াটা অনিবার্য হয়েই পড়বে। অনেক সময়ে দেখতে পাওয়া যায় স্মার্টফোন অফ হচ্ছে না তখন এরোপ্লেন মোড করে দেওয়া হয়ে থাকে। এই সমস্যা থেকে বাঁচতে স্মার্টফোনের সর্বপ্রথম সেটিংস অন করতে হবে। এরপর নটিফিকেশন ও স্ট্যাটাসবার বিকল্প বাছতে হবে। পরবর্তী পদক্ষেপে মোর সেটিংস বোতামে ক্লিক করতে হবে। এরপরে সেটিংস সিকিউরিটি ও প্রাইভেসিতে ফাইন্ড মাই ডিভাইস করতে হবে। এরপরে নেটওয়ার্ক ইন অল এরিয়া অন করতে হবে। এই সেটিংস অন করার পরে স্মার্টফোন চুরি হলেও অতি সহজেই ট্র্যাক করা যাবে।