কুমিল্লা নগরীর সড়কে দিন দিন বাড়ছে বেপরোয়া গতির মোটরসাইকেল চালকের সংখ্যা। বিশেষ করে বিকট শব্দের মোটরসাইকেলে পথচারীদের মধ্যে আতঙ্কে নেমে আসে। অনেকে এসব মোটরসাইকেলের শব্দকে হেলিকপ্টারের সঙ্গে তুলনা করছেন। বেপরোয়া গতি আর বিকট শব্দের মোটরসাইকেলের কারণে নগরীতে আতঙ্কের সঙ্গে দুর্ঘটনাও বাড়ছে। ক্ষতি হচ্ছে শ্রবণ শক্তির। পথচারীরা জানান, নগরীর কান্দিরপাড়, রেসকোর্স, রাজগঞ্জ, চকবাজার, টমছম ব্রিজ, জিলা স্কুল রোড, মহিলা কলেজ রোড, কাপ্তান বাজার, ছোটরাসহ বিভিন্ন এলাকায় বিকট শব্দ ও বেপরোয়া গতির মোটরসাইকেল চালকদের দেখা যায়। অনেক চালক ইচ্ছে করে হেলে দুলে বিকট শব্দের মোটরসাইকেল চালায়। মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ (ধোঁয়া নির্গতের পাইপ) কেটে এমন শব্দ তৈরি করা হয় বলে জানা যায়। এর শব্দ শুনলে মনে হবে সড়কে হেলিকপ্টার নেমে এসেছে! চালকদের অনেকে প্রভাবশালীদের সঙ্গে চলাচলের কারণে কেউ প্রতিবাদেরও সাহস পান না। এদের বিষয়ে এখনই ব্যবস্থা না নিলে বেপরোয়া গতি আর বিকট শব্দের মোটরসাইকেলের সংখ্যা আরও বাড়বে। কুমিল্লা জেনারেল হাসপাতালের সদ্য সাবেক নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা. হারুন-অর রশিদ বলেন, এ রকম হঠাৎ বিকট শব্দে কারও স্থায়ীভাবে কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে। কারও শ্রবণ ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে। এ ছাড়া যাদের হার্টের সমস্যা আছে তারাও এমন শব্দে অসুস্থ হয়ে পড়তে পারেন। মানব স্বাস্থ্যের প্রয়োজনে শব্দদূষণ রোধ করা জরুরি। কুমিল্লার ট্রাফিক ইন্সপেক্টর মো. এমদাদুল হক বলেন, বেপরোয়া গতি আর বিকট শব্দে মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে আমরা নগরীতে অভিযান শুরু করেছি। এ বিষয়ে আমরা কারও অন্যায় তদবির গ্রহণ করছি না। আমরা এ বিষয়টিকে একটি শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করছি।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
সড়কে হেলিকপ্টার আতঙ্ক!
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর