মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ০০:০০ টা

ফোন করলেই ফ্রি-অক্সিজেন

আফজাল, টঙ্গী

ফোন করলেই ফ্রি-অক্সিজেন

মানুষ মানুষের জন্য- এই স্লোগানটি ধারণ করে নগরীর বিভিন্ন এলাকায় করোনায় আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। হটলাইনে ফোন করলেই বিনামূল্যে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা। গাজীপুরে এই প্রথম এমন উদ্যোগ নিয়েছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান রাসেল সরকার ও মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য বিল্লাল হোসেন মোল্লা। আক্রান্ত রোগীদের মাঝে নিজস্ব অর্থায়নে অ্যাম্বুলেন্স সার্ভিস ও অক্সিজেন পৌঁছে দেওয়া হচ্ছে। সরেজমিন ঘুরে জানা যায়, গাজীপুরে দিন দিন বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা। করোনা উপসর্গ নিয়ে টঙ্গী ও গাজীপুরে বিভিন্ন হাসপাাতলে ভর্তি রয়েছেন অনেক রোগী। টাকার অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। আবার অনেকেই অক্সিজেনের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। অক্সিজেনের অভাবে কেউ যাতে মারা না যান সে লক্ষ্যেই ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য বিল্লাল হোসেন মোল্লা বলেন, প্রধানমন্ত্রী ও যুবলীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে করোনা মহামারীতে আক্রান্ত রোগীদের মাঝে বিনামূল্যে হটলাইনের মাধমে পৌঁছে যাচ্ছে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন। এ ব্যাপারে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান রাসেল সরকার বলেন, করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকায় করোনায় আক্রান্ত রোগীদের মাঝে বিনামূল্যে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সার্ভিস চালু রয়েছে। ব্যক্তিগত ও হটলাইনে ফোন করলেই  আমাদের পক্ষ থেকে সেবা পৌঁছে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর