দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের সময় যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে জামালপুরে প্রার্থীদের লড়াই। জামালপুর-৫ সদর আসনে আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের আটজন প্রার্থী থাকলেও মূল লড়াইটা হচ্ছে আওয়ামী লীগ বনাম স্বতন্ত্র। জামালপুর-৫ সদর আসনে ভোটের লড়াই নজর কাড়ছে সবার। ভোটের মাঠে আটজন প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াইটা হচ্ছে নৌকার আবুল কালাম আজাদের সঙ্গে ঈগলের রেজাউল করিম রেজনুর। টানা তিন মেয়াদে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার ফলে জামালপুরে প্রায় ৫০ হাজার কোটির টাকার যে অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে এবং হচ্ছে, তার পেছনে সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদের যে অনেক বড় ভূমিকা রয়েছে, সে বিষয়টি সদরবাসী মনেপ্রাণে বিশ্বাস করে। জামালপুরে উন্নয়নের পাশাপাশি তাঁর ব্যক্তিগত সুনাম এবং প্রচার-প্রচারণায় ভিন্নতা আনায় ভোটারদের নজর কেড়েছেন তিনি। জনপ্রিয়তায়ও এগিয়ে রয়েছেন তিনি। স্মার্ট জামালপুর, সমৃদ্ধ জামালপুর গড়ার স্লোগান নিয়ে আবুল কালাম আজাদ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। দলমত-নির্বিশেষে ভোটাররা তাকেই বেছে নেবেন এমন কথাই বেশি শোনা যাচ্ছে।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও কিছু নেতা-কর্মী ছাড়া দলের জেলা, উপজেলাসহ বেশির ভাগ নেতা-কর্মীই তাঁর সঙ্গে নেই।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        