নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) নির্বাচনি এলাকা প্রচার-প্রচারণায় জমজমাট হয়ে উঠছে। আসনটিতে ছয়জন প্রার্থী অংশ নিলেও আওয়ামী লীগের আবদুল মমিন মন্ডলের নৌকা ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের ঈগল প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ঈগলের ঝাপটায় নৌকা দুলছে। স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ বিশ্বাস নির্বাচনি জনসভায় বলেন, নির্বাচনে নৌকার সঙ্গে প্রতিযোগিতা হবে ব্যক্তির সঙ্গে। অন্যদিকে, দুই দলের প্রচার-প্রচারণা যেমন জমে উঠেছে তেমনি তুমুল বাগ্যুদ্ধ, সংঘর্ষ-নির্বাচনি ক্যাম্প ভাঙচুর, মারপিট ও হতাহতের ঘটনাও ঘটেছে। নির্বাচনি অনুসন্ধান কমিটি দুই পক্ষের বেশ কয়েকজনকে তলবও করেছে। সব মিলিয়ে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারণা বৃদ্ধির পাশাপাশি সহিংসতার আশঙ্কা করছেন প্রার্থী ও তাঁর সমর্থকরা। এ আসনটি বেলকুচি-চৌহালী ও এনায়েতপুর থানার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত। আসনের ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৯৮ হাজার। আসনটিতে আওয়ামী লীগসহ চারটি দল ও দুজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলছেন, উপজেলা থেকে শুরু করে তৃণমূল আওয়ামী লীগ, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিসহ সাধারণ জনগণও আমার প্রতীক ঈগলের পক্ষে কাজ করছে। নৌকার প্রার্থী আবদুল মমিন মন্ডল বলছেন, জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। সিরাজগঞ্জ-৫ আসনের পরিবেশ শান্ত ও সুষ্ঠু রাখতে পুলিশের বিশেষ নজর ও অতিরিক্ত টিম কাজ করছে।
শিরোনাম
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
- শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
ঈগলের ঝাপটায় দুলছে নৌকা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর