বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
স্ত্রী, ভাই ছাড়াও পুত্র, বোন, ভাতিজা ও ভাগ্নে মনোনয়ন দৌড়ে

আলোচনায় এরশাদের পরিবারের কতজন অংশ নিচ্ছেন নির্বাচনে

শাহজাদা মিয়া আজাদ ও রেজাউল করিম মানিক, রংপুর

আলোচনায় এরশাদের পরিবারের কতজন অংশ নিচ্ছেন নির্বাচনে

আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের পরিবার থেকে কতজন অংশগ্রহণ করবেন এ নিয়ে দলের নেতা-কর্মী ও ভোটারদের মাঝে আলোচনা এবং সমীকরণ শুরু হয়েছে। এরশাদের স্ত্রী রওশন এরশাদ, ছোট ভাই জি এম কাদের ছাড়াও আরও পাঁচজনের নাম উঠে এসেছে নির্বাচনী আলোচনায়। যারা আলোচনায় রয়েছে  তাদের মধ্যে রয়েছেন— এরশাদপুত্র সাদ এরশাদ, ভাতিজা আসিফ শাহরিয়ার, মামাত ভাইয়ের ছেলে  দলের প্রেসেডিয়াম সদস্য ও এরশাদের ব্যক্তিগত সহকারী মেজর (অব.) খালেদ আক্তার,  বোন মেরিনা রহমান এবং তার ছেলে আদেলুর রহমান আদেল।

বিগত সময়ে রংপুর-১ গঙ্গাচড়া আসনের এমপি ছিলেন এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার। এ আসনে বর্তমান এমপি জাপার প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ মসিউর রহমান রাঙ্গা। রাঙ্গা এ আসন থেকে নির্বাচন করবেন বিষয়টি প্রায় নিশ্চিত হলেও আসিফ দাবি করছেন তিনি এবার ওই আসন থেকে নির্বাচন করবেন। যদি আসিফ গঙ্গাচড়া থেকে নির্বাচন করেন তা হলে মসিউর রহমান রাঙ্গাকে লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারী) আসনে দেওয়া হতে পারে বলে অনেকে মনে করছেন। তবে কালিগঞ্জ-আদিতমারী আসনের এমপি আওয়ামী লীগের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নূরুজ্জামান। এক্ষেত্রে জাতীয় পার্টিকে শক্ত মোকাবিলায় পড়তে হবে। এরশাদের আরেক আত্মীয় মেজর (অব.) খালেদ আক্তার নির্বাচন করবেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসন থেকে। তিনি মনোনয়নও তুলেছেন। ওই আসনে বর্তমানে আওয়ামী লীগের এমপি রয়েছেন মোতাহার হোসেন। এরশাদের ভাগ্নে আদেলুর রহমান আদেল নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন বলে দলীয় সূত্র দাবি করেছে। ওই আসনে বর্তমান এমপি জাপার শওকত চৌধুরী। অন্যদিকে দলীয় নেতা-কর্মীদের মাঝে বেশ গুঞ্জন চলছে, দলের চেয়ারম্যান এরশাদের ছেলে সাদকে কুড়িগ্রাম সদর আসনে মনোনয়ন দেওয়া হতে পারে। এরশাদের ভাই জি এম কাদের লালমনিরহাট-৩ (সদর) আসন  থেকে নির্বাচন করবেন তা অনেকটা নিশ্চিত। তিনি এর আগেও ওই আসনের এমপি এবং সরকারের মন্ত্রী ছিলেন। এ ছাড়া বেশ কয়েকবারের সংরক্ষিত  মহিলা আসনের এমপি এরশাদের বোন মেরিনা রহমান প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।   অপরদিকে রওশন এরশাদ এবার নির্বাচন করবেন তার বাবার বাড়ি ময়মনসিংহ-৪ আসন থেকে। ২০১৪ সালেও তিনি এ আসন থেকে এমপি নির্বাচিত হন। এ ছাড়া দলের চেয়ারম্যান এরশাদ নিজে রংপুর-৩ (সদর) ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন। দলের প্রেস অ্যান্ড  পলিটিক্যাল সেক্রেটারি  সুনীল শুভ রায় জানালেন,  পরিবার থেকে কাকে কাকে মনোনয়ন দেওয়া হবে  এটা দলের চেয়ারম্যানের বিষয়। তবে মেজর (অব.) খালেদ আক্তার দলের চেয়ারম্যানের পুত্র সাদ এরশাদের নির্বাচনের অংশগ্রহণ করা প্রসঙ্গে বলেন, আমরা শুনেছি সাদ এবার নির্বাচন করবেন। কিন্তু এরশাদ স্যার রাজি হচ্ছেন না। তিনি আরও বলেন, আমি লালমনিরহাট-১ আসন থেকে নির্বাচন করব। এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার বলেন, আমি ইতিপূর্বে রংপুর-১ আসনের এমপি ছিলাম। আমার নির্বাচনের প্রস্তুতি রয়েছে। দল আমাকে মনোনয়ন দিলে আমি বিজয়ী হব। তিনি এরশাদের পুত্র সাদের নির্বাচনে অংশগ্রহণ করা প্রসঙ্গে বলেন, সাদ ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত। তিনি নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারেন। তবে সবকিছু নির্ভর করছে দলের চেয়ারম্যানের ওপর। আদেলুর রহমান আদেলের  চাচাত ভাই রায়হানুল আহসান বলেন, ভাই নীলফামারী-৪ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। মনোনয়ন ফরমও তুলেছি। আমরা প্রচারণাও শুরু করে দিয়েছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর