কারাগারে থেকেই নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রামের বিএনপি-জামায়াতের ৯ প্রার্থী। এর মধ্যে বিএনপির আটজন দলীয়ভাবে ফরম নিলেও জামায়াতের দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কারাগারে আটক নেতারা ইতিমধ্যে মনোনয়ন ফরমে নিজের স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু করেছেন। বৃহস্পতিবার পর্যন্ত তিনজন প্রার্থী জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন বলে জানা যায়। চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের জেএম শাখা সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী কারাগারে আটক প্রার্থী মূল ফরমে নিজের স্বাক্ষর দেওয়ার জন্য হলফনামা দিয়ে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে আবেদন করবেন। এর পর জেলা প্রশাসক জেল কোড অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সিনিয়র জেল সুপারকে অনুরোধ করবেন। গতকাল পর্যন্ত বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুজন এবং স্বতন্ত্র একজন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে বিএনপি নেতা বাঁশখালী আসনের লেয়াকত আলী ও রাঙ্গুনিয়া আসনের অধ্যাপক কুতুব উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাতকানিয়া-লোহাগাড়া আসনে জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলাম প্রার্থিতার ফরমে স্বাক্ষরের জন্য আবেদন করেছেন বলে জানা যায়। দলীয় সূত্রে জানা যায়, ইতিমধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের বৃহত্তম শরিক দল বিএনপি নেতা আসলাম চৌধুরী চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে নির্বাচনে লড়তে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাছাড়া নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসন থেকে, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া), বিএনপি নেতা লেয়াকত আলী চট্টগ্রাম-১৬ (বাঁশখালি), বিএনপি নেতা অধ্যাপক কুতুব উদ্দিন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া), জাতীয় সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেতা শহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১ মীরসরাই এবং বিএনপি নেতা প্রকৌশলী বেলায়েত হোসেন চট্টগ্রাম-২ সন্দ্বীপ আসনে প্রার্থিতা হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে জামায়াতের প্রভাবশালী দুই নেতা কেন্দ্রীয় নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী স্বতন্ত্রভাবে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসনে লড়তে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা যায়।
শিরোনাম
- খেলা ছিল হাতে, শেষ মুহূর্তেই ভেঙে গেল স্বপ্ন: রশিদ খান
- আবারও বেড়েছে স্বর্ণের দাম
- চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের শুভসূচনা
- ঢাকার ৪ অভিজাত আবাসিক এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা
- তিন দাবিতে ১৩ ঘণ্টা ধরে অনশনে জবি শিক্ষার্থীরা
- চতুর্থ ধাপে একাদশে ভর্তি: বাদ পড়াদের জন্য সুখবর
- নব্বই দশকের আলোচিত নায়িকা বনশ্রী নিঃসঙ্গেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
- সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?
- স্পিনে শুরু, পেসে শেষ: কোথায় জিতল বাংলাদেশ?
- এশিয়া কাপে থ্রিলার ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
- ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা