কারাগারে থেকেই নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রামের বিএনপি-জামায়াতের ৯ প্রার্থী। এর মধ্যে বিএনপির আটজন দলীয়ভাবে ফরম নিলেও জামায়াতের দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কারাগারে আটক নেতারা ইতিমধ্যে মনোনয়ন ফরমে নিজের স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু করেছেন। বৃহস্পতিবার পর্যন্ত তিনজন প্রার্থী জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন বলে জানা যায়। চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের জেএম শাখা সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী কারাগারে আটক প্রার্থী মূল ফরমে নিজের স্বাক্ষর দেওয়ার জন্য হলফনামা দিয়ে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে আবেদন করবেন। এর পর জেলা প্রশাসক জেল কোড অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সিনিয়র জেল সুপারকে অনুরোধ করবেন। গতকাল পর্যন্ত বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুজন এবং স্বতন্ত্র একজন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে বিএনপি নেতা বাঁশখালী আসনের লেয়াকত আলী ও রাঙ্গুনিয়া আসনের অধ্যাপক কুতুব উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাতকানিয়া-লোহাগাড়া আসনে জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলাম প্রার্থিতার ফরমে স্বাক্ষরের জন্য আবেদন করেছেন বলে জানা যায়। দলীয় সূত্রে জানা যায়, ইতিমধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের বৃহত্তম শরিক দল বিএনপি নেতা আসলাম চৌধুরী চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে নির্বাচনে লড়তে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাছাড়া নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসন থেকে, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া), বিএনপি নেতা লেয়াকত আলী চট্টগ্রাম-১৬ (বাঁশখালি), বিএনপি নেতা অধ্যাপক কুতুব উদ্দিন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া), জাতীয় সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেতা শহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১ মীরসরাই এবং বিএনপি নেতা প্রকৌশলী বেলায়েত হোসেন চট্টগ্রাম-২ সন্দ্বীপ আসনে প্রার্থিতা হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে জামায়াতের প্রভাবশালী দুই নেতা কেন্দ্রীয় নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী স্বতন্ত্রভাবে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসনে লড়তে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা যায়।
শিরোনাম
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
বিএনপি-জামায়াতের ৯ প্রার্থী
কারাগারে থেকে মনোনয়নপত্র কিনলেন তারা
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর