কারাগারে থেকেই নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রামের বিএনপি-জামায়াতের ৯ প্রার্থী। এর মধ্যে বিএনপির আটজন দলীয়ভাবে ফরম নিলেও জামায়াতের দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কারাগারে আটক নেতারা ইতিমধ্যে মনোনয়ন ফরমে নিজের স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু করেছেন। বৃহস্পতিবার পর্যন্ত তিনজন প্রার্থী জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন বলে জানা যায়। চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের জেএম শাখা সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী কারাগারে আটক প্রার্থী মূল ফরমে নিজের স্বাক্ষর দেওয়ার জন্য হলফনামা দিয়ে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে আবেদন করবেন। এর পর জেলা প্রশাসক জেল কোড অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সিনিয়র জেল সুপারকে অনুরোধ করবেন। গতকাল পর্যন্ত বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুজন এবং স্বতন্ত্র একজন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে বিএনপি নেতা বাঁশখালী আসনের লেয়াকত আলী ও রাঙ্গুনিয়া আসনের অধ্যাপক কুতুব উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাতকানিয়া-লোহাগাড়া আসনে জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলাম প্রার্থিতার ফরমে স্বাক্ষরের জন্য আবেদন করেছেন বলে জানা যায়। দলীয় সূত্রে জানা যায়, ইতিমধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের বৃহত্তম শরিক দল বিএনপি নেতা আসলাম চৌধুরী চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে নির্বাচনে লড়তে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাছাড়া নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসন থেকে, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া), বিএনপি নেতা লেয়াকত আলী চট্টগ্রাম-১৬ (বাঁশখালি), বিএনপি নেতা অধ্যাপক কুতুব উদ্দিন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া), জাতীয় সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেতা শহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১ মীরসরাই এবং বিএনপি নেতা প্রকৌশলী বেলায়েত হোসেন চট্টগ্রাম-২ সন্দ্বীপ আসনে প্রার্থিতা হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে জামায়াতের প্রভাবশালী দুই নেতা কেন্দ্রীয় নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী স্বতন্ত্রভাবে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসনে লড়তে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা যায়।
শিরোনাম
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা