সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভোট উৎসব আইন অঙ্গনেও

আহমেদ আল আমীন

ভোট উৎসব আইন অঙ্গনেও

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোট উৎসবে সরগরম আইন অঙ্গনও। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সম্ভাব্য প্রার্থীরা পেশাগত সিনিয়রদের সঙ্গে কুশলবিনিময় ও দোয়া কামনা করছেন। মনোনয়ন পেতে আইনজীবীরা নিজেদের অতীতের ভূমিকা তুলে ধরাসহ সংশ্লিষ্ট দলের উচ্চপর্যায়ে লবিং চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি তারা নিজের সংসদীয় এলাকায় আর্থসামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে আগে থেকেই সক্রিয়। এদের মধ্যে প্রবীণ ও প্রতিষ্ঠিত রাজনীতিকের পাশাপাশি রয়েছেন তরুণ আইনজীবীও। কেউ কেউ আবার নতুন মুখ। জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু কুমিল্লা-৫, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন ভোলা-২, দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল বাসেত মজুমদার ঢাকা-১৭, দশম সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মুন্সীগঞ্জ-২। বঙ্গবন্ধু পরিবারের সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০, আইনমন্ত্রী আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪, দলের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন ঢাকা-১৮, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ঢাকা-২, দলের আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম পিরোজপুর-১ ও নির্বাহী কমিটির সাবেক সদস্য মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী ঢাকা-১৮ মনোনয়নপ্রত্যাশী। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল কিশোরগঞ্জ-২ ও সুলতান মাহমুদ শরীয়তপুর-২, দলের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য মিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন গাজীপুর-৪, আইনজীবী পরিষদের সদস্য, করপোরেট আইনজীবী শাহ মঞ্জুরুল হক ময়মনসিংহ-৮, রবিউল আলম বুদু পাবনা-৪ ও মনিরুজ্জামান সরকার নাটোর-১ এবং যুক্তরাজ্য শাখার যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম টাঙ্গাইল-৬ মনোনয়নপ্রত্যাশী। এ ছাড়া ডিএজি হারুন-অর-রশীদ বরগুনা-২, মো. বশির উল্লাহ ঢাকা-৪, এএজি সাহিদা বেগম নারায়ণগঞ্জ-২ ও সাবেক ডিএজি নূরজাহান বেগম মুক্তা চাঁদপুর-৫ আসন থেকে নৌকা মার্কার প্রার্থী হতে চান। 

অন্যদিকে বিএনপি থেকে নোয়াখালী-৫ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ঢাকা-১৬, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন চট্টগ্রাম-৫, খন্দকার মাহবুব হোসেন বরগুনা-২ ও শাহজাহান ওমর ঝালকাঠি-১ মনোনয়নপ্রত্যাশী। দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নোয়াখালী-১, আইন সম্পাদক কায়সার কামাল নেত্রকোনা-১ ও সানাউল্লাহ মিয়া নরসিংদী-৩, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গাজী কামরুল ইসলাম সজল বরিশাল-১ ও মোহাম্মদ আলী টাঙ্গাইল-১ আসনে মনোনয়নপ্রত্যাশী। আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার যুগ্ম সম্পাদক জামিল আখতার এলাহী পাবনা-৪, শরীফ ইউ আহমেদ টাঙ্গাইল-১, রফিকুল হক তালুকদার রাজা নেত্রকোনা-৪, গাজী তৌহিদুর রহমান বরগুনা-১, সরকার তাহমিনা বেগম সন্ধ্যা কুড়িগ্রাম-৩, আনোয়ারুল ইসলাম শাহীন বগুড়া-৫, এ বি এম গোলাম মোস্তফা যশোর-৫ ও রেজাউল করিম রেজা চট্টগ্রাম-৭, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সেলিম সিলেট-৪, সহ-সম্পাদক গোলাম রসুল বকুল রংপুর-২, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন ঢাকা-১৭, জাতীয়তাবাদী যুব আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ফারুক হোসেন কুমিল্লা-৪, জেলা বিএনপির উপদেষ্টা বি এম সুলতান মাহমুদ নড়াইল-১, জেলা বিএনপির সদস্য এম সারোয়ার হোসেন পিরোজপুর-১ এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম খান সাতক্ষীরা-৪ মনোনয়নপ্রত্যাশী। জাতীয় পার্টি থেকে প্রেসিডিয়াম সদস্য শেখ সিরাজুল ইসলাম মুন্সীগঞ্জ-৩, আইন সম্পাদক লাকী বেগম ব্রাহ্মণবাড়িয়া-২ ও সদস্য অশোক কুমার ঘোষ নড়াইল-১ আসনে মনোনয়নপ্রত্যাশী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর