২৮ নভেম্বর, ২০২২ ২০:২০

বিশ্বকাপে প্রথম মুখোমুখী ফ্রান্স-তিউনিসিয়া

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে প্রথম মুখোমুখী ফ্রান্স-তিউনিসিয়া

সবার আগে নকআউটে ফ্রান্স। বিপরীতে জটিল সমীকরণের সামনে তিউনিসিয়া। দুই দল এবারই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে বিশ্বকাপে। 

আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার লড়বে ফ্রান্স ও তিউনিসিয়া। ‘ডি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। 

ডেনমার্কের বিপক্ষে ২-১ গোলের জয়ে প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারায় তারা। পরের ম্যাচে ডেনমার্কের বিপক্ষে জেতে ২-১ গোলে। 

প্রথম ম্যাচে ডেনমার্কের সঙ্গে ড্র করে তিউনিসিয়া। পরের ম্যাচ তারা হেরে যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। টুর্নামেন্টে টিকে থাকার জন্য ফ্রান্সের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ১৬তম বার বিশ্বকাপে খেলছে। ২০১৪ সালে জার্মানির কাছে কোয়ার্টার ফাইনালে হারের পর ৯ ম্যাচ ধরে অপরাজিত তারা। 

১৯৭৮ সালের আসরে আফ্রিকা অঞ্চলের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে কোনো ম্যাচ জেতার রেকর্ড গড়ে তিউনিসিয়া। সেবার তারা মেক্সিকোকে হারায় ৩-১ গোলে। তিউনিসিয়ার স্কোয়াডের ২৬ জন খেলোয়াড়ের ১০ জনের জন্ম ফ্রান্সে। তিন জন খেলেন ফরাসি ক্লাবে। দুই দল এখন পর্যন্ত চারটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে। ফ্রান্সের জয় দুই ম্যাচে, ড্র হয়েছে বাকি দুই ম্যাচ।


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর