২৯ নভেম্বর, ২০২২ ১০:৪৭

এমন জয়ের পর কাসেমিরোকে নিয়ে যা বললেন ব্রাজিল কোচ

অনলাইন ডেস্ক

এমন জয়ের পর কাসেমিরোকে নিয়ে যা বললেন ব্রাজিল কোচ

সুইজারল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে ষোলোয় জায়গা করে নিয়েছে এবারের আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল। ইনজুরির কারণে এদিন মাঠে নামা হয়নি নেইমারের। ব্রাজিলিয়ান এই সুপারস্টার ছাড়াই খেলতে নেমেছেন ভিনিসাস-রিচার্লিসনরা।

দলের সেরা তারকা নেইমারের অভাবটা ব্রাজিলের খেলায় স্পষ্ট ছিল। সুইজারল্যান্ডের বিপক্ষে আক্রমণে দাপট দেখালেও জয়টা মাত্র এক গোলের। যে গোলটি ম্যাচের শেষদিকে এসে (৮৩ মিনিট) করেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো।

কাসেমিরোর সেই গোলে এক ম্যাচ হাতে রেখে কাতার বিশ্বকাপের দ্বিতীয়পর্বে পা রেখেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচে কাসেমিরোর পারফরম্যান্স নজর কেড়েছে মাঠের বাইরে থাকা নেইমারেরও। জয়ের পর তিনি টুইট করেন, ‘কাসেমিরো দীর্ঘ সময় ধরে বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার।’

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ তিতের কাছে ছুটে গিয়েছিল প্রশ্ন-নেইমারের মন্তব্যের সঙ্গে কি আপনি একমত? জবাবে তিতে বলেন, ‘আমার অভ্যাস হলো আমি সবসময় অন্যের মতামতকে শ্রদ্ধা করি এবং সেটা নিয়ে কোনো মন্তব্য করি না। তবে আজ আমি করব। আমি একমত (নেইমারের সঙ্গে)।’

কাসেমিরোর ভূয়সী প্রশংসায় ব্রাজিল কোচ বলেন, ‘সে এমন একটা খেলোয়াড় যে কিনা মাঝমাঠের দায়িত্বে থাকে। কিন্তু খেলা শুরু হলে, সে পেছন থেকে এসে আশ্চর্যজনক কিছু করে বসে।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর