বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচে নিরাপত্তার দায়িত্বে থাকবে ১১ হাজারের বেশি নিরাপত্তা কর্মী। গুজরাট পুলিশ, ন্যাশনাল সিকিউরিটি গার্ড (ব্ল্যাক ক্যাটস) ও র্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্যদের মোতায়েন করা হবে।
১৪ অক্টোবর আহমেদাবাদে মাঠে গড়াবে বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচটি। হুমকির কারণে ম্যাচটি ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গান্ধীনগরে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্শ সানঘাভি, ডিজিপি বিকাস সাহাই, পুলিশ কমিশনার জিএস মালিক এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।মালিক জানিয়েছেন, গুজরাটের মুখ্যমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থার সব খোঁজ খবর নিয়েছে এবং এ বিষয়ে সার্বিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও পুলিশকে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল