বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার উদ্যোগে ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রাজধানীর আজিমপুরে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে এ আড্ডা অনুষ্ঠিত হয়।
সাহিত্য আড্ডায় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা কয়েকটি কালজয়ী উপন্যাসের বই নিয়ে আলোচনা করেন। সংগঠনটির সদস্য আঁখি মনি বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের ‘হীরে মানিক জ্বলে’ ও তাসনোভা তুষি ‘আরণ্যক’ বইটি নিয়ে এবং ইফফাত সুলতানা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘একটি কালো মেয়ের কথা’ বইটি নিয়ে আলোচনা করেন।
এছাড়া আড্ডায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য জীবন নিয়েও আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়াহ কতাজিম, তাসনোভা তুষি, আঁখি মনি, ইফফাত সুলতানা, সানজিদা নীলা, তাসলিমা, জ্যোতি, রোমানা, জিনিয়া, বিথি ও সাহিদা সুলতানা।
বিডিপ্রতিদিন/কবিরুল