ঐতিহাসিক রাজবাড়ি মাঠে ‘বেগম রোকেয়া দিবস’ উপলক্ষে পাঠচক্রের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখা। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জেলা সভাপতি মুসাফির ইমরানের সভাপতিত্বে সোমবার বিকেলে এই পাঠচক্র অনুষ্ঠিত হয়।
শুভসংঘের সদস্য তানজিনা ইসলাম জেরিন বলেন, কিভাবে কুসংস্কারের বেড়াজাল থেকে তিনি নারীদের শিক্ষাদানে ব্রতী হয়েছিলেন, কিভাবে নিজের সুখ-স্বাচ্ছন্দ বিসর্জন দিয়ে প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল। যেটি আজ কলকাতার লর্ড সিনহা রোডের প্রথম সারির স্কুল। বেগম রোকেয়ার সাংগঠনিক কার্যক্রমের সাথে সম্পৃক্ততা ছিল। ১৯১৬ সালে তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন। এটি নারীদের শিক্ষা এবং কর্মসংস্থান নিয়ে কাজ করতো।
সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বলেন, তিনি চেয়েছিলেন, নারী ও পুরুষ উভয়ই যেন সমান মর্যাদা ও অধিকার নিয়ে বাঁচেন। তিনি নারী-পুরুষকে একটি গাড়ির দুটি চাকার সঙ্গে তুলনা করেছেন। নারীকে জাগিয়ে তুলেছিলেন, নারীর পরাধীনতায় হয়েছিলেন সোচ্চার। বর্তমানে নারীদের ভোটাধিকার, শিক্ষার অধিকার, কর্মসংস্থানের সুযোগ হতো না, যদি কেউ নিজ থেকে উদ্যোগ না নিতেন। অথবা নারী শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পারতেন না।
এ সময় উপস্থিত ছিলেন নিলয় আহমেদ, মো: ইমরান হোসেন, সোহেল রানা, ফরহাদ আহমেদ, মোকসেদুল হক, শ্যামল হোসাইন, আমিনুল ইসলাম, প্রত্যয় ভট্টাচার্য, মাফুজা, মেঘলা, তাছলিমা, রীমা, মারজিয়া, হামিদা, সুমাইয়া, মারিয়া, জান্নাতুল, বীথি, বনলতা, বিপ্লব আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল