আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এর আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার সকাল ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ল্যাব রুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চারটি দল। দলগুলো হলো, ইতিহাস বিভাগের হেরোডোটাস দল, ইংরেজি বিভাগের ওল্ড ম্যারিনার এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মুক্তবাক এবং এডওয়ার্ড সাঈদ দল।
প্রথম রাউন্ডে হেরোডোটাস এবং মুক্তবাক এবং ওল্ড ম্যারিনার ও এডওয়ার্ড সাঈদ দল বিতর্ক করে। ফাইনাল রাউন্ডে ওল্ড ম্যারিনারকে হারিয়ে বিজয় অর্জন করে মুক্তবাক।
বিজয় অর্জনকারী শিক্ষার্থীরা হলেন, মো. জহিরুল ইসলাম, রবিউল ইসলাম পারভেজ ও ইব্রাহীম খলীল। রানার্সআপ হয়েছেন, মেহেদী হাসান, খাদিজাতুল কুবরা ও মো. শাহরিয়াজ আহম্মদ।
বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা শেখ আবু রাইহান সিদ্দিকী বলেন, আমি বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাচ্ছি। আমি হাসতে পেরে অনেক ভালো লেগেছে। আমি বিতর্ক শুরু করেছি ক্লাস ফাইভ থেকে। আমার শিক্ষক বলেছেন, দার্শনিক ভলতেয়ারের কথা। তোমার মতের বিরুদ্ধে আমরা অবস্থান থাকতে পারে, কিন্তু তোমার মত প্রকাশের জন্য আমি জীবনও দিতে পারি।
তিনি বলেন, বিতর্ক করতে হলে রিসেন্ট ইস্যু, দেশ, সাম্প্রতিক সময় সম্পর্কে জানতে হয়। সমাজের দুর্নীতি নির্মূল হবে জনসচেতনতার মাধ্যমে। এ বির্তক জনসচেতনতা সৃষ্টিতে বড় ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।
বিডি প্রতিদিন/কেএ