নয় বছরের ছেলে জিলানী। পটিয়ার ইমাম হোসাইন (রা:) বহুমুখী ইসলামী কমপ্লেক্স এতিমখানায় পড়ে সে। জিলানীর মত প্রায় পঞ্চাশ শিক্ষার্থী পড়াশোনা করে এই এতিমখানায়। এখানে কারো বাবা নেই, কারো মা নেই আবার কারো নেই বাবা মা কেউ। মানুষের দেওয়া অর্থে কোন রকমে চলে এই ছেলেগুলোর পড়াশোনা। এবার এতিম এই শিশুদের হাতে শিক্ষাসামগ্রী প্রদান করল বসুন্ধরা শুভসংঘ।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল, সাজ্জাদ হোসাইন, মইনুদ্দিন আরিফ।
এতিমখানার প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্টপোষক মুহাম্মদ আবু বাকার আলকাদেরী বলেন, 'আমি বসুন্ধরা শুভসংঘের সদস্যদের প্রতি কৃতজ্ঞ শিক্ষা সামগ্রী প্রদান করায়। কারণ এতিমখানার এই সামগ্রীগুলো খুব দরকার ছিল। শুভসংঘ আমাদের এই ডাকে সাড়া দিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে।'
বসুন্ধরা শুভসংঘের বৃহত্তর চট্টগ্রাম শাখার উপদেষ্টা মো. সাইফুদ্দিন বলেন,'বসুন্ধরা শুভসংঘ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের পাশে থেকে কাজ করে আসছে। এই ভালো কাজের অংশ হতে পেরে আমাদের ভালো লাগছে। আমরা ভবিষ্যতে এতিমদের জন্য আরো বড় উদ্যোগে নিতে চাই।
বিডি প্রতিদিন/মুসা