শেরপুর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে নালিতাবাড়ী-ঢাকা সড়কে গতকাল থেকে গাড়ি চলাচল শুরু হয়েছে।
বৃস্পতিবার রাতে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল করিমের নেতৃত্বে নালিতাবাড়ী রুট পরিচালনা কমিটি বাতিল ও নালিতাবাড়ী মালিক সমিতির মাধ্যমে নতুন রুট পরিচালনা কমিটি গঠনের আশ্বাসে নালিতাবাড়ী বাস কোচ ট্রাক মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহার করে। শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছানু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, নালিতাবাড়ী বাস কোচ ট্রাক মালিক সমিতির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।