এবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় ঘণ্টার জন্য ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিকেল পৌনে ৫টা থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।
বিকেল সোয়া ৫টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ গণমাধ্যমকে বলেন, বিকেল ৫টা থেকে ছয় ঘণ্টার জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।
পরবর্তী নির্দেশনা পেলে বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হবে।
বিডি প্রতিদিন/নাজমুল