বিভিন্ন দেশে আয়ের প্রধান উৎস পর্যটন শিল্প। বরিশালে পর্যটনের বিশাল সম্ভাবনা রয়েছে। শাপলার বিল, দুর্গাসাগর ও বিভিন্ন চর পর্যটনের আওতায় নিতে পারলে বরিশালের পর্যটন শিল্পের আরও প্রসার ঘটবে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় এ আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজনে শুক্রবার এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান আহেমেদ, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসাইনসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। সভার পূর্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি করা হয়। ‘পর্যটন শান্তির সোপান’ প্রতিপাদ্যে নিয়ে বের করা র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে আসে।
পরে অনুষ্ঠিত সভায় বক্তারা আরো বলেন, পর্যটন শিল্প যোগাযোগ ব্যবস্থা ও আইনশৃঙ্খলার সাথে জড়িত রয়েছে। কুয়াকাটার যোগাযোগ ব্যবস্থা ভালো না বিধায় এই সমুদ্র সৈকতটি ভালোভাবে ব্যবহার হয় না বলে মন্তব্য করেন বক্তারা।
বিডি প্রতিদিন/এএ