চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মেহেদী অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দিদারুল ইসলাম (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হযেছে আরও দুই যুবক। বুধবার রাত ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের তালুকদার ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত দিদারুল ইসলাম বারশত ইউনিয়নের গুন্ধীপ গ্রামের আবু তালেবের ছেলে। আহতরা হলো-একই গ্রামের শেখ মোহাম্মদের ছেলে মো.মারুফ (১৮) ও আলী হোসেনের ছেলে আহমেদ হোসেন (১৯)।
আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানান, সড়কে দুর্ঘটনায় যুবকের মৃত্যুর ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, বুধবার রাতে তিনবন্ধু মোটরসাইকেলযোগে বটতলী বাজার এলাকায় মেহেদী অনুষ্ঠানে যাচ্ছিল। পথে তালুকদার ক্লাবের সামনে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত দিদারুল ইসলামের মৃত্যু হয়। আহত দুইজন গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ