সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

পুলিশের বিরুদ্ধে খুলনা বিএনপির ছয় প্রশ্ন

চট্টগ্রামে কমিশনারের সঙ্গে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, খুলনা ও চট্টগ্রাম

খুলনায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনসভা বানচাল করতে পুলিশের অপতৎপরতার কারণ জানতে চেয়েছে খুলনা বিএনপির নেতারা। গতকাল সন্ধ্যায় দলের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে পুলিশের বিরুদ্ধে ছয়টি প্রশ্ন তোলা হয়েছে। বিবৃতিতে অবিলম্বে ক্ষমতার অপব্যবহারকারী পুলিশ সদস্যদের অন্যত্র বদলির দাবি জানানো হয়। অন্যথায় বিএনপি কর্মীরা হত্যাকাণ্ডের শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বিএনপি নেতারা খুলনার পুলিশ কমিশনারকে উদ্দেশ করে বলেন, একজন রাজনৈতিক কর্মীকে কোনো মামলা ছাড়াই আটক করে নির্যাতন করার অধিকার রাষ্ট্রের কোন আইনে পুলিশকে দেওয়া হয়েছে? জনসভার মৌখিক অনুমতি দিয়ে ১৪৪ ধারার আওতার বাইরের মঞ্চ ও মাইক ছিনিয়ে নেওয়ার অধিকার খুলনা সদর থানার ওসির আছে কিনা? খুলনার জনপ্রতিনিধি ও বিএনপির শীর্ষ নেতাদের অসম্মান করার অধিকার পুলিশের আছে কিনা? পোস্টার ও লিফলেট বিলি করা ফৌজদারি আইনের কোন ধারায় অপরাধ? জানাজার নামাজ থেকে মুসল্লিদের গ্রেফতার করার হুকুম পুলিশের ওপর ছিল কিনা? ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনকে গ্রেফতার করে তার মাথা বুট দিয়ে থেঁতলে দেওয়ার হুকুম কে দিয়েছিল?

বিবৃতিদাতারা হলেন— বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক ও কেসিসি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মণি, জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খান। এদিকে চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠে আগামী ১৫ মার্চ জনসভার আয়োজন করতে প্রশাসনের অনুমতি নিতে বিএনপি প্রতিনিধি দলের নেতারা গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

সর্বশেষ খবর