এক দফা দাবিতে দেশের চিকিৎসাপ্রতিষ্ঠানে কর্মরত নার্স, মিডওয়াইফ এবং নার্সিং শিক্ষার্থী ও শিক্ষকরা তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে এ মানববন্ধন করেন তাঁরা। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি রিফর্ম কাউন্সিলের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নার্স ও মিডওয়াইফদের এক দফা দাবি-নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (ডিজিএনএম) মহাপরিচালক এবং মহাপরিচালকের পদ থেকে নন-নার্সিং প্রশাসনিক কর্মকর্তাদের অপসারণ করতে হবে। এ পদগুলোয় উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ নার্স ও বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের সভাপতি ও রেজিস্ট্রারকে নিয়োগ দিতে হবে। নিজেদের দাবিদাওয়া প্রসঙ্গে নার্সিং ও মিডওয়াইফারি রিফর্ম কাউন্সিলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম বলেন, ‘আমরা আমলা ও ক্যাডার কর্মকর্তাদের বাদ দিয়ে নার্সদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে বিভিন্ন পদে নিয়োগের দাবি জানাচ্ছি।’ উল্লেখ্য, এর আগের দিন একই দাবিতে তাঁরা প্রতীকী ধর্মঘট করেন।