দেশে ডিম নিয়ে যখন সামাজিক মাধ্যমে হইচই, বাজার গরম তখনই ব্যতিক্রমী উদ্যোগ নিলেন পাঁচ তরুণ। প্রতি ডজন ডিম ১৪০ টাকায় বেচে রীতিমতো ভাইরাল। বৃহস্পতিবার নগরীর বহদ্দারহাটে রিকশাভ্যানে বিক্রি করা হয়েছে। গতকাল বিক্রি করা হয়েছে চকবাজার শাহানশাহ মার্কেট ও অলিখাঁ মসজিদের সামনে দুটি রিকশাভ্যানে ৬ হাজার ডিম বিক্রি করেন তারা। এ কাজে স্বেচ্ছাশ্রম দিতে আসেন আরও ছয় তরুণ।
চকবাজারে ডিম কিনতে আসেন গৃহিণী আকলিমা চম্পা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি চকবাজারে ১৪০ টাকায় ডিম বিক্রি হবে। তাই ৪টার আগেই কিনতে এলাম। এক ডজন ডিম কিনে খুব ভালো লাগছে। ডিমের ব্যবহার বাড়ছে। নাশতা, ভাতে ডিম ছাড়া আমাদের চলেই না। তাই ডিমের উৎপাদন বাড়াতে খামারিদের প্রণোদনা দিতে হবে। পাশাপাশি নজরদারি বাড়িয়ে সিন্ডিকেট ভেঙে দিতে হবে।
৩৮ বছর বয়সি তিন সন্তানের বাবা আরিফ জানান, রাতেই আমরা সিদ্ধান্ত নিই, দ্বিতীয় দিন আমরা ৬ হাজার ডিম বিক্রি করব। যখন চকবাজারের স্পটে এলাম মো. সেলিম, মো. সোহেল সাইফুল ইসলাম, মাসুদ আহমেদ, আবদুল শুক্কুর, প্রকৌ. ইমাম হাসান, জিয়া বাবলুরা এসে জানালেন স্বেচ্ছাশ্রম দেবেন ডিম বিক্রির কাজে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সিন্ডিকেট ভাঙতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। আমরা বিশ্বাস করি, সামাজিক সংগঠন, খামারিদের সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন চাইলে যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে। আমাদের দেখে যদি অন্যরা এগিয়ে আসেন তাহলেই সার্থকতা।