ঢাকার সাভারের আশুলিয়ায় অন্তত ১৬টি ঝুটের গুদামে অগ্নিকান্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের সাত ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুরে শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, ১৬টি গুদাম আগুনে পোড়ার হিসাব পেয়েছি। ক্ষয়ক্ষতি ও আগুনের উৎস তদন্তের পর জানা যাবে।