সাভার সেনানিবাসে রাখা অস্ত্র ও গোলাবারুদ যাত্রাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব মালামালের মধ্যে ছিল ১০৮টি অস্ত্র ও ৯৫৩৭ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ। সাভার সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে গতকাল ৯ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে মেজর নাজমুস সাদাত সৌম্য এবং মেজর এ আর এম মেহরাব সেনানিবাসে রক্ষিত এসব অস্ত্র, গোবাবারুদ ও যাত্রা বাড়ি থানার অন্য মালামাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান কাছে হস্তান্তর করেন। এ সময় জেলা প্রশাসকের প্রতিনিধি সাভার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাজ্জাদ হোসেনসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। ৫ আগস্ট সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে নিরাপত্তার কথা বিবেচনা করে এসব অস্ত্র ও গোলাবারুদ সেনা হেফাজতে নেওয়া হয়। এ ছাড়া লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে এই ডিভিশনের বিভিন্ন ক্যাম্পে রাখা হয়েছিল।