রংপুরের কাউনিয়া উপজেলার তালুক সাহবাজ গ্রামে গতকাল তিস্তা নদীতে পড়ে নিলয় চন্দ্র (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। পারিবার জানায়, বালাপাড়া ইউনিয়নের তালুক সাহবাজ গ্রামের নিখিল চন্দ্রের ছেলে নিলয় অন্য এক শিশুর সঙ্গে স্বজনদের অগোচরে তিস্তা নদীর পাড়ে যায়। সেখানে তারা পাসুন দিয়ে মাটি খোঁড়ার সময় অসাবধানতাবশত স্রোতে ভেসে যায়। সঙ্গে থাকা শিশু বিষয়টি পরিবারকে জানালে তারা নদীতে খোঁজাখুঁজি করেন। সন্ধান না পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ডুবরি দলকে জানান। ডুবরি দল তল্লাশি শুরু করছে।
সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিলয় উদ্ধার হয়নি। স্থানীয় বালাপাড়া ইউপি সদস্য আনোয়ার হোসেন পানিতে ডুবে শিশু নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।