১০ লাখ টাকা চাঁদা আদায় ও ৪০ লাখ টাকার ফল লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। মুজিবনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমাম হোসেন মিলু, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অলোক কুমারসহ ১৫৩ জনকে করা হয়েছে আসামি। মেহেরপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম (মুজিবনগর) আদালতে আসাদুল হক নামের একজন ফল ব্যবসায়ী মামলাটি করেন। বাদী পক্ষের আইনজীবী নজরুল ইসলাম বলেন, মামলা আমলে নিয়ে মুজিবনগর থানাকে এফআইআরের নির্দেশ দিয়েছেন আদালত। এজাহারে বাদীর অভিযোগ, নির্বিঘ্নে ব্যবসা করার জন্য আসামিরা ২০১৮ সালের ১৫ এপ্রিল ফল ব্যবসায়ী আসাদুলের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা নেন।
২০২১ সালে পুনরায় ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। আসাদুল এ টাকা দিতে অপারগ হওয়ায় বিবাদীরা তার ১৭টি বাগানের আম ও লিচু লুট করে। যার অনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা।