জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দুজনকে আটক করেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বিএসএফ পতাকা বৈঠকের পর তাদের বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনীর (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি মামলা করা হয়েছে। তারা হলেন- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বড়ইপারা গ্রামের তন্ময় দেবনাথ (২৪) ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মৌরিওয়ালা গ্রামের রনজিতা রানী রায় (২৪)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বীন আহসান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে পাঁচবিবি উপজেলার সীমান্ত দিয়ে রাতের আঁধারে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতের বালুপাড়া ক্যাম্পের ৬১ পিলারে বিএসএফের সদস্যরা তন্ময় দেবনাথকে এবং দুপুরে রনজিতা রানী রায়কে আটক করে। এ ঘটনায় পাঁচবিবির কয়া বিওপির কয়া সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের পর তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।