ব্রাহ্মণবাড়িয়ায় ১২৪ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন, পৌর এলাকার উত্তর মৌড়াইলের মো. আমিনুজ্জামান (৪০), পাইকপাড়ার মো. ইব্রাহিম হোসেন (২৬) ও পুনিয়াউটের মো. ইয়াছিন (২৮)। মঙ্গলবার রাতে র্যাব-৯ তাদের গ্রেপ্তার করে। গতকাল র্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাদের থানায় সোপর্দ করা হয়েছে।