নাটোরের লালপুর উপজেলায় পাওনা টাকা চাওয়ায় আবদুস সালাম (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কদমচিলান ইউনিয়নের চৌষডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান একই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার দায়ে শাহেব আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান।
ওসি মো. নুরুজ্জামান জানান, ছয় থেকে সাত মাস আগে দোকানে বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে নিহত আবদুস সালামের সঙ্গে অভিযুক্ত আসামি শাহেব আলীর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দোকানদার আবদুস সালাম তাকে চড়থাপ্পর মারেন। এ সময় আসামি শাহেব আলী দোকানদারকে হত্যার হুমকি দেন। সোমবার দোকানে আবদুস সালাম ঘুমিয়ে ছিলেন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।