সিরাজগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণকারী ও হত্যা মামলার আসামি আবু মুছা ওরফে ‘কিলার মুছা’কে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সন্ধ্যায় সৈকতের কলাতলী পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুছা সিরাজগঞ্জ পৌরসভার মৃত সানোয়ার হোসেনের ছেলে।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী বলেন, তাকে কক্সবাজার সদর থানায় কাছে হস্তান্তর করা হয়েছে।