রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, আজকের দিন অশুর শক্তি থেকে শুভ শক্তির বিজয়ের দিন। এদিনে অশুভ শক্তির বিনাশ হোক, শান্তি স্থাপিত হোক। গতকাল দুপুরে শারদীয় দুর্গোৎসবের মহানবমী ও দশমীতে চাঁপাইনবাবগঞ্জে পূজাম প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। শিবতলা চরজোতপ্রতাপ দুর্গা মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন।