ঝিনাইদহে পিকআপ চাপায় ইকবাল হোসেন আকাশ (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বৈডাঙ্গা ইটভাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রাম থেকে মোটরসাইকেল যোগে আকাশ ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বৈডাঙ্গা ইটভাটা সামনের পৌচ্ছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে আকাশ নিহত হন। আহত হন আরো একজন। সংবাদ পেয়ে ঝিনাইদহ থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠায়।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের এসআই আব্দুর রহমান তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান আটক করে। এ সময় চালক পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/এএম