পটুয়াখালীর দুমকিতে মালবাহী ট্রাক চাপায় মোঃ জাকির হোসেন (২৭) নামের একজন এনজিওকর্মী নিহত হয়েছে। নিহত জাকির হোসেন কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার (কোডেক) বাউফল ব্রাঞ্চের ক্রেডিট অফিসার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষকাটা গ্রামে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ এবং ঘাতক ট্রাক আটক করেছে। চালক হেল্পার পালাতক রয়েছে।
শুক্রবার সকাল সাড় ৬টায় দুমকি-লেবুখালী সড়কের সাতানী বাইপাস মোড়ে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সাপ্তাহিক ছুটির দিনে বাউফল ব্রাঞ্চ থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি যাওয়ার পথে দুমকি সাতানী বাইপাস মোড়ে বিপরীত দিকের একটি দ্রুতগামী পাথরবোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণ এবং ঘাতক ট্রাকটি আটক করেন। তবে ট্রাক চালক ও হেল্পার পালাতক রয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোঃ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএ