সরকারি চাকুরিতে কোট সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শনিবার দুপুর দেড়টার দিকে টাঙ্গাইল শহরের আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা টাঙ্গাইল প্রেসক্লাব ও বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে জমায়েত হতে থাকে। পরে দুপুরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
এসময় শহরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা টহল দেয়।
অপরদিকে সখীপুর উপজেলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল চলাকালে স্থানীয় ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাকিব নামে শিক্ষার্থী আহত হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল