অতিদরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন এবং অর্থনেতিক উন্নয়ন ত্বরান্বিত করতে বৃহস্পতিবার রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবা সমূহ অবহিকতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
গ্রামবিকাশ কেন্দ্রের বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ এর সহযোগিতায় পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
শাখা ব্যবস্থাপক মো. মেহেদি হাসান এর সভাপতিত্বে উক্ত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছিলেন উপজেলা নির্বাাহী অফিসার মাহামুদ হাসান মৃধা।
স্বাগত বক্তব্য রাখেন গ্রামবিকাশ কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী ডা. মো. শামসুর রহমান, প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন টেকনিক্যাল অফিসার-কমিউনিটি মোবিলঅইজেশন মো. জিয়াউর রহমান, প্রোগ্রাম অফিসার মো. আব্দুর রশিদ।
আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মো. আলেমুর বাসার, উপজেলা সমাজসেবা অফিসার মো. মোসাদ্দেকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগদা শিলভীয়া খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মারুফা খাতুন, প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা মো. সজীবুল করিম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন প্রধান, আইসিটি অফিসার নাজনীন নাহার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. উম্মে কুলসুমা খাতুন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নাসরিন আক্তার, সহকারী কারিগরি কর্মকর্তা নিউট্রিশন হিরু রায় ও রেশমা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে পিভিসির সদস্য, প্রতিবন্ধী ফোরামের সদস্য, মা ও শিশু ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ