টাঙ্গাইলের সখীপুরে বিষধর সাপের কামড়ে আলাল উদ্দিন (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার রাত প্রায় ১২ টার দিকে সখীপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
নিহত জালাল উদ্দিন উপজেলার যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ী কলাবাগান এলাকার জালাল উদ্দীনের ছেলে। সে কলাবাগান বাজারের মনোহরী দোকানের ব্যবসায়ী।
খোঁজ নিয়ে জানা যায়, দোকান বন্ধ করে রাত ৮ টার দিকে বাড়ি ফিরছিলেন আলাল উদ্দিন। বাড়ির কাছাকাছি আসলে পথের মধ্যে তার পায়ে বিষধর এক সাপে কামড় দেয়। কিছুক্ষণ পর সে স্থানীয় এক ফার্মেসীতে চিকিৎসা নিতে আসে। সেখানে তার অবস্থা গুরুতর দেখে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার স্বজনরা। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিডি প্রতিদিন/হিমেল