বর্তমান পরিস্থিতি নিয়ে সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ।
তিনি বলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক, ক্যাম্প কমান্ডার আরিফ।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল ইমরান, বখতিয়ার হোসেন, নাজমুল হোসেন রনি, খাদিজা পারভীন, মোহিনী তাবাচ্ছুম, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির আহ্বায়ক ইফতেখার আলী, বিএনপি নেতা তারিকুল হাসান, জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বনাথ ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধূ, সাংবাদিক রাম কৃষ্ণ চক্রবর্তী, আবুল কাশেম, ফারুক মাহবুবুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন