গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ৫ জন। শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া ও বৃহস্পতিবার রাতে ওই সড়কের চেচানিয়াকান্দি এলাকায় এসব দুর্ঘটনা ২টি ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, গোপালগঞ্জ জেলা শহরের সুশান্ত বনিকের ছেলে সুদীপ্ত বনিক (২৩)। তবে নিহত মাইক্রো চালকের নাম পরিচয় পাওয়া যায়নি।
ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস খুলনা যাচ্ছিল। এ সময় খুলনা থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে মুচরে গেলে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক নিহত হন। মাইক্রেবাসের ৩ যাত্রী এবং বাসের ২ যাত্রী আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। মারাত্মক আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রায় ১ ঘণ্টা রাস্তায় ওই যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে নিহত মাইক্রো চালকের নাম পরিচয় পুলিশ এখনো জানাতে পারেনি।
অপরদিকে, বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দিতে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুদিপ্ত বনিক নামে এক যুবক আহত হন।পরে তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে মারা যায় বলে ওসি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএ