বরিশাল নগরে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। মৃত যুবক হলো নগরের ১৫ নম্বর ওয়ার্ড নিউ সার্কুলার রোডের বাসিন্দা মো. রিয়াজের ছেলে মেহেদি হাসান বাবু (৩২)।
বরিশাল সদর ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল ওয়াদুদ জানান, রাতে নিউ সার্কুলার রোড হার্ট ফাউন্ডেশনের পাশের ডোবায় মাছ শিকারে যায়। ডোবার পাশের থাকা একটি বাসার আর্থিংয়ের বিদ্যুৎস্পৃষ্ট হয় বাবু। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা মৃত ঘোষণার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ