কুষ্টিয়া সদরের আসাননগর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানিয়েছেন, শনিবার সকালে সংঘর্ষের পর পুলিশ ও সেনাবাহিনী এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
তিনি জানান, আধিপত্য বিস্তার নিয়ে বিবদমান দুই পক্ষ সকাল সাড়ে ৭টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সেসময় গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. মামুন নিহত হন। তিনি আসাননগর গ্রামেরই সাবেক মেম্বার হাবিলের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং আলমডাঙ্গা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাস বলেন, গ্রামে হাবিল মেম্বারের সঙ্গে মাসুদ-ওহাব গ্রুপের সামাজিক দ্বন্দ্ব রয়েছে। তারই জের ধরে এই সংঘর্ষ হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ