গোপালগঞ্জে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমেছে। পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে এ কাঁচা মরিচ ২০০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।
গত শুক্রবার গোপালগঞ্জের পাইকারি বাজারে কাঁচা মরিচ ৩০০ টাকা দরে ও খুচরা বাজারে ৪০০ টাকা দরে বিক্রি হয়েছিল। মাত্র একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমেছে বলে বিক্রেতারা জানিয়েছেন।
শহরের আড়তদার ও কাজী ভান্ডারের মালিক জাহিদ কাজী বলেন, বাজারে রবিবার প্রচুর কাঁচা মরিচের আমদানি হয়েছে। এ ছাড়া মোকামে কাঁচা মরিচের দাম কমেছে। এজন্য গোপালগঞ্জের আড়তগুলোতে প্রতিকেজি কাঁচা মরিচ ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত শুক্রবার এ মরিচ ৩০০ টাকা দরে বিক্রি হয়েছে। শনিবার কাঁচা মরিচ আমরা ২১০ থেকে ২২০ টাকা দরে বিক্রি করেছি। মাত্র একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমেছে।
গোপালগঞ্জ শহরের কাঁচা বাজারের খুচরা কাঁচা মরিচ ব্যবসায়ী আব্দুল আলীম বলেন, রবিবার প্রতিকেজি কাঁচা মরিচ ১৬০ টাকা করে কিনে ২০০ টাকা দরে বিক্রি করছি। শনিবার প্রতিকেজি কাঁচা মরিচ ৩০০ টাকা দরে বিক্রি করেছি। শুক্রবার এ মরিচ বিক্রি করেছি ৪০০ টাকা দরে। মাত্র একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম অর্ধেক কমেছে বলে জানান ওই ব্যবসায়ী।
বিডি প্রতিদিন/এমআই