বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দায়ের করা দুটি হত্যা মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনুকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার (২৫ আগস্ট) রাতে জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি টিম তাকে গ্রেফতার করে।
জেলা ডিবির ইনচার্জ মুস্তাফিজ হাসান জানান, গত রবিবার রাতে শহরের মালতিনগর ভাটকান্দি এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বগুড়া শহরের পৃথক দুটি স্থানে আন্দোলনে অংশ নেওয়া দুজনকে হত্যা করা হয়। সেই দুটি হত্যা মামলার আসামি শাহাদত আলম ঝুনু।
বিডি প্রতিদিন/আরাফাত