ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। বুধবার দুপুরে শহীদ রফিক সড়কে অবস্থিত মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের সংবাদকর্মীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাব্বিরুল ইসলাম সাবু, উদিচি জেলা সংসদের সাবেক সভাপতি গাজী ওয়াজেদ আলম লাভলু, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মোঃ কাবুল উদ্দিন খান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি মারুফ হোসেন, সিংগাইর উপজেলা প্রতিনিধি মোবারক হোসেন, ঢাকা প্রতিদিনের জসিম উদ্দিন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট সাজিদুর রহমান রাসেলসহ আরো অনেকে। গাজী ওয়াজেদ আলম লাভলু বলেন, দেশের কল্যাণে সাংবাদিকরা কাজ করেন। এ ধরনের বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ