লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের উপহার (ত্রাণ সামগ্রী) বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের কালু হাজী রোড এলাকায় বসুন্ধরা গ্রুপের সহাযোগিতায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের উদ্যোগে পানিবন্দিদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম, ক্লাবের সাবেক সভাপতি আ হ ম মোস্তাকুর রহমান, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, সাংবাদিক কাজল কায়েস, রেজাউল করিম পারভেজ, প্রচার সম্পাদক নাজিমুদ্দিন রানা, প্রেসক্লাবের নির্বাহী সদস্য রবিউল ইসলাম ও রাকিব হোসাইন রনি, সাংবাদিক রেজাউল করিম সুমন, সাইফুল ইসলাম, ডালিম কুমার দাস, কিশোর কুমার দত্ত প্রমুখ।
এসময় সাংবাদিকরা বলেন, বন্যায় জেলার প্রায় ৭ লাখ ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এতে কর্মহীন মানুষগুলোর মাঝে খাদ্য সংকট দেখা দিয়েছে। বন্যায় পানিবন্দি এসব আসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণে যেভাবে বসুন্ধরাসহ বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছে তাদের ধন্যবাদ। বিত্তশালী সকলকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিডি প্রতিদিন/আরাফাত