গোপালগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজের ৪ ঘণ্টা পর জীবন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার বাটিকামারী কুমার নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় জীবন। মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ ৪ ঘণ্টা খোঁজাখুঁজির পর সন্ধ্যা ছয়টার দিকে মরদেহটি উদ্ধার করে। নিহত জীবন (২২) মাদারীপুর শহরের রিপনের ছেলে। জীবন মুকসুদপুর উপজেলার বাটিকামরী গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বোন জামাই ছাব্বির মোল্যা জানান, দুপুরে জীবন কুমার নদীতে গোসলে নামে। সাঁতার কম জানায় পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ৪ ঘণ্টা চেষ্টার পর লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এমআই