বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও তার সহধর্মিনীর উপর হামলা ও শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব মো. কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি মো. আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুর সালার মিয়া, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর ইসলাম রোমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালযে নেতাকর্মীরা বক্তব্য রাখেন। জেলা বিএনপির নেতাকর্মীরা বলেন, গোপালগঞ্জে এস এম জিলানীর গাড়িবহরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শওতকত আলী দিদার খুন হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান রাজবাড়ী জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন