লক্ষ্মীপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) রাজিব কুমার সরকারকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ আয়োজন করা হয়।
এ সময় আব্দুল খালেক, মো. ইদ্রিস ও মো. জহির নামে তিন ব্যক্তি বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নতুন ডিসি স্বৈরাচার সরকারের দোসর ছিল। তার পুরো গোষ্ঠী আওয়ামী লীগ করে। নাটোরে ছাত্র সমাজ তাকে ডিসি হতে দেয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধী ছিল বলে অভিযোগ তুলেন বক্তারা। লক্ষ্মীপুরেও ছাত্র সমাজ তাকে চায় না। মানববন্ধন থেকে দ্রুত নতুন এ ডিসির প্রত্যাহারের দাবি জানানো হয় ।
এদিকে জেলা প্রশাসক রাজিব কুমার সরকার জানান, আমার ও পরিবারের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে, এটি খুবই দুঃখজনক। কয়েকজন ছাত্র সমন্বয়ক এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি, তথ্য প্রমাণসহ তাদের বোঝাতে সক্ষম হয়েছি। সাংবাদিকদেরও দায়িত্ব আছে তথ্য যাচাই করে নেয়ার। আমার ঊর্ধতন কর্তৃপক্ষ বিষয়টি জানেন। তারা আস্থার প্রেক্ষিতে এখানে পাঠিয়েছেন। আমি সকলের সহযোগিতায় কাজের মাধ্যমে সেটি প্রমাণ করতে চাই।
বিডি প্রতিদিন/এএ