কুড়িগ্রামের রৌমারীতে নৌকা ডুবির ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছে শাহা আলম (১৮) নামের এক যুবক। দুপুরে জেলার রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের শাখা হলহলিয়া নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ শাহা আলম গাজীপুরের সখিপুর এলাকার রহমত আলীর ছেলে বলে জানা গেছে।
শাহা আলম ও তার মামাতো ভাই সজিবসহ নানা বাড়ি রৌমারীর খনার চর পশ্চিম পাড়ায় তারা বেড়াতে এসে এ ঘটনার শিকার হয়।স্থানীয়রা জানান,নিখোঁজ শাহা আলম ও তার মামাতো ভাই খনার চর থেকে একটি ডিঙি নৌকায় করে চরে বেড়াতে যায়। পরে ফেরার পথে হলহলিয়া নদীতে নৌকাটি ডুবে যায়। পরে সজিবকে জীবিত উদ্ধার করা গেলেও শাহা আলমকে খুঁজে পাওয়া যায়নি। এরপরে খবর পেয়ে রৌমারী ও জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধারের চেষ্টা করে।
রৌমারী ফায়ার সার্ভিসের সদস্য আব্দুল আলিম জানান,আমরা নদীতে নিখোঁজ যুবকের সন্ধানের চেষ্টা করছি কিন্তু এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।রৌমারী থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন
বিডি প্রতিদিন/এএম