গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। রবিবার সকালে উপজেলা মৌচাক এলাকায় একটি কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বিগত দিনে সরকার সারা বাংলাদেশের সকল শিল্পকারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হলেও ওই কারখানার শ্রমিকদের এখনো কোনো বেতন বৃদ্ধি করা হয়নি। বেতন বৃদ্ধি নিয়ে কারখানার কর্তৃপক্ষের সাথে বারবার শ্রমিকদের বৈঠক হলেও বেতন বৃদ্ধির বিষয়ে কোনো সুরাহা না করায় আজ সকালে শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে। বিক্ষোভ এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাংচুর করে। এ সময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়ে যাত্রী ও পথচারীরা। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিক প্রিয়া আক্তার জানান, আমাদের বেতন ৭৮০০ টাকা। এই বেতনে বাসা ভাড়া দিয়ে সংসার চলে না। বেতন বৃদ্ধির দাবিতে সকাল থেকে আমরা সকলেই আন্দোলন করছি।
গাজীপুর শিল্প পুলিশের ওসি নিতাই চন্দ্র সরকার জানান, ওই কারখানার বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল