গাজীপুরের কাপাসিয়ায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত নিহত হয়েছে। নিহতের নাম মো: সিজান আফ্রাদ (২০)। নিহত সিজান গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের মিটালু গ্রামের মো: জসিম উদ্দিনের ছেলে। তিনি কাপাসিয়া এলাকায় মোবাইল কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, রবিবার সকালে জিসান বাড়ি থেকে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে কাপাসিয়া বাজারের তার কর্মস্থলের উদ্দেশে মোটর সাইকেলযোগে রওনা হয়েছিলেন। পথিমধ্যে কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর বাজার এলাকায় পৌঁছলে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে বেপরোয়া গতির বাসটিকে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় পুলিশ আটক করে।
কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
বিডি প্রতিদিন/এএ